Friday, January 6, 2017

জেনে নিন বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছু তথ্য

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আমার আজকের টিউন অর্থাৎ বাংলাদেশের সংবিধান সম্পর্কে। 

বাংলাদেশের সংবিধান প্রবর্তীত হয় -১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর ।


বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্টিত হয় -১০ই এপ্রিল ১৯৭২ সালে


শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানে বর্ণিত হয়েছে -১৭ ধারায়।


সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতিরর বয়স হবে অন্যূন-৩৫ বছর


সংবিধানের যে অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারী করতে পারে – ৯৩।


বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধীকারের সর্বনিম্ন বয়স হবে -১৮


বর্তমানে বিসিএস ক্যাডারের সংখ্যা -২৮ টি।


বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের -১২ তম সংশোধের মাধ্যমে


 ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় – সংবিধানের ৮ম সংশোধনিতে

সংবিধানের যে অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেক আছে- ৩১ নং অনুচ্ছেদে।


বাংলাদেশের সংবিধানের সংশোধণী গৃহীত হয় – ১৯৭৩ সালে।


আশা করি সবার কাজে আসবে।যদি এ পোষ্টটি দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন তবে পোষ্টটি ফেসবুকে শেয়ার করে দিবেন।ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন

0 comments:

Post a Comment

 
Design by Tech Raihan Yt | Bloggerized by Md Shakib Raihan - Premium Blogger Themes | TecH Raihan