Friday, January 6, 2017

তোমরা পাঁচটি অবস্থায় পতিত হওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহা নেয়ামতের কদর করতে বলেছেন। এক হাদীসে ইরশাদ হয়েছে, তোমরা পাঁচটি অবস্থায় পতিত হওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও।
(১) বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে
(২) রোগ আক্রমণ করার পূর্বে সুস্থতাকে
(৩) কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে
(৪) মউত আসার পূর্বে জীবনকে
(৫) দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে।
-আলমুসতাদরাক হাকিম, হাদীস : ৭৯১৬
–[বাইহাক্বী, সহীহুল জামে ১০৭৭৭]
সহীহ বুখারীর একটি হাদীসে এসেছে, দুটি নিয়ামতের বিষয়ে মানুষ ক্ষতির মাঝে থাকে (১) সুস্থতা (২) অবসর।
আরো অনেক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকতে থাকতে নেক আমলের প্রতি মনোযোগী হতে বলেছেন এবং সময়কে যথাযোগ্য কাজে ব্যয় করার প্রতি উৎসাহিত করেছেন। কারণ অসুস্থ অবস্থায় মানুষ সকল দিক দিয়ে অক্ষম হয়ে যায়। না সে দুনিয়ার জন্য কিছু করতে পারে, না আখেরাতের জন্য । আর সুস্থ সময়টাকে কাজে লাগিয়ে মেহনত করলে অসুস্থ অবস্থায় তার নেকীর ধারা চলতে থাকে। আল্লাহ তাআলা তার পরিপূর্ণ প্রতিদান দেন।

0 comments:

Post a Comment

 
Design by Tech Raihan Yt | Bloggerized by Md Shakib Raihan - Premium Blogger Themes | TecH Raihan