Monday, January 9, 2017

জেনে নিনি Google থেকে প্রয়োজনীয় তথ্য খুজে বের করার সহজ কিছু টিপস।


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশারাখি সবসময় ভালো থাকবেন।
আমার আগের করা কিছু টিউনঃ
আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে Google থেকে কীভাবে প্রয়োজনীয় তথ্য খুব সহজে খুজে বের করা যায়। যেমনঃ মুভি, বই, বিবিন্ন ফাইলের ডাউনলোড লিঙ্ক এছাড়াও প্রয়োজনীয় যেকোন তথ্য খুব সহজে কীভাবে খুজে পাওয়া যায়।
এই ট্রিকস গুলা হইতো অনেকে যানেন আবার অনেকে যানেন না। আমার এই টিউন শুধু তাদের জন্য যারা এই ট্রিকস গুলা যানেন না।

0 comments:

Post a Comment

 
Design by Tech Raihan Yt | Bloggerized by Md Shakib Raihan - Premium Blogger Themes | TecH Raihan